ক্ষেপণাস্ত্রের অত্যাধুনিক ইঞ্জিনের সফল পরীক্ষার দাবি উ.কোরিয়ার
<![CDATA[
ক্ষেপণাস্ত্র পরীক্ষার অংশ হিসেবে উচ্চ চাপ সমৃদ্ধ কঠিন জ্বালানির একটি ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
শুক্রবার (১৬ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) উত্তর কোরিয়ার সোহে স্যাটেলাইট লঞ্চিং গ্রাউন্ডে পরীক্ষাটি করা হয়।
কেসিএনএ আরও জানিয়েছে, এ পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনের নির্ভরযোগ্যতা এবং স্থিতিশীলতা সফলভাবে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষাটির মাধ্যমে নতুন ধরনের কৌশলগত ক্ষেপণাস্ত্র তৈরির নিশ্চয়তা পাওয়া গেছে বলে দাবি করেছে তারা।
এর আগে উত্তর কোরিয়া জানিয়েছিল, দেশটি আরও কঠিন-জ্বালানি সমৃদ্ধ ক্ষেপণাস্ত্র তৈরির জন্য কাজ করছে, যা আরও স্থিতিশীল এবং কোনো সতর্কতা বা প্রস্তুতির সময় ছাড়াই উৎক্ষেপণ করা যায়।
এ পরীক্ষার বিষয়ে সিউলের ইভা ইউনিভার্সিটির অধ্যাপক লেইফ-এরিক ইজলি বলেছেন, উত্তর কোরিয়ার দাবি যদি সত্যি হয়, তবে প্রযুক্তিটি দেশটির পারমাণবিক ক্ষেপণাস্ত্রকে আরও বহুমুখী করে তুলবে।
আরও পড়ুন: এক দিন না যেতেই আবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা
এতে তাদের আরও বিপজ্জনক করে তুলবে। তবে তিনি এটাও বলেছেন, উচ্চ চাপ সমৃদ্ধ কঠিন জ্বালানির ইঞ্জিন পরীক্ষার ক্ষেত্রে অনেক প্রযুক্তিগত চ্যালেঞ্জ থাকে। অনেক সময় উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় সংবাদসংস্থা দেশটির অস্ত্রের ক্ষমতা নিয়ে অতিরঞ্জিত বক্তব্য দেয়।
এদিকে ইঞ্জিন পরীক্ষার পরে কিম বলেছেন, একটি গুরুত্বপূর্ণ সমস্যার সফলভাবে সমাধান করা হয়েছে। এর মাধ্যমে নতুন ধরনের কৌশলগত অস্ত্র আরও তৈরি করা হবে বলে আশা প্রকাশ করেছেন।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উত্তর কোরিয়া এই বছর ব্যপক সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যার মধ্যে একটি ‘আইসিবিএম’। ভয়ংকর এই ক্ষেপণাস্ত্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম।
]]>