ক্ষেপণাস্ত্র হামলায় অন্ধকারের নগরীতে পরিণত ইউক্রেন
<![CDATA[
রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্ধকারের নগরীতে পরিণত হয়েছে ইউক্রেন। দেশটির এক হাজারের বেশি শহর ও গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বলে জানিয়েছে কিয়েভ। এদিকে, অবশেষে রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির কথা স্বীকার করলো ইরান। খবর হিন্দুস্তান টাইমসের।
ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ও সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে মঙ্গলবার (১৮ অক্টোবর) একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। সাগর ও স্থল থেকে চালানো ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে লক্ষ্যভেদ করেছে বলে দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।
ইউক্রেনের পক্ষ থেকেও একই দাবি করা হয়েছে। দেশটি জানায়, মঙ্গলবারের হামলায় অনেক বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশজুড়ে এক হাজার একশোর বেশি শহর ও গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। এগুলো মেরামতে কাজ করছে জরুরি উদ্ধারকর্মীরা।
আরও পড়ুন: এবার কিয়েভে রাশিয়ার ‘কামিকেজ’ ড্রোন হামলা
ইউক্রেনের একজন কর্মকর্তা বলেন, তারা আমাদের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। এর ফলে অনেক জায়গায় বিদ্যুৎ নেই। যতোটা সম্ভব আমরা সেগুলো ঠিক করতে চেষ্টা করছি।
এদিকে, ইউক্রেন যুদ্ধে সৌদি ড্রোন ব্যবহার নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে, সব বিতর্ক পাশ কাটিয়ে রাশিয়ার সঙ্গে অস্ত্র বিক্রি চুক্তির কথা নিশ্চিত করেছে তেহরান। যদিও বিষয়টি নিয়ে এখনো কিছু জানায় নি মস্কো। তবে, ইরানের ড্রোন ব্যবহার করায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকে এ বিষয়ে সতর্ক হওয়ারও পরামর্শ দেয়া হয়েছে।
আরও পড়ুন: ইউক্রেনের জ্বালানি ভাণ্ডারে রুশ ক্ষেপণাস্ত্র হামলা
এদিকে, রাশিয়ার দক্ষিণাঞ্চলে আবাসিক এলাকায় যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা আরো বেড়েছে। ধ্বংস্তপের নিচে আটকা পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।
]]>