খাগড়াছড়িতে ট্রাকচাপায় স্কুলের প্রধান শিক্ষক নিহত
<![CDATA[
খাগড়াছড়ির দীঘিনালায় ট্রাকচাপায় আব্দুল আওয়াল মিরাজ (৩৫) নামে মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
শুক্রবার(১৬ ডিসেম্বর) সন্ধ্যায় দীঘিনালায় উপজেলার মধ্যবোয়ালখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আবদুল আওয়াল মিরাজ খাগড়াছড়ি সদর উপজেলার হরিকুঞ্জ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি খাগড়াছড়ি পৌর শহরের মোল্লাপাড়ার বাসিন্দা নুরুন্নবীর ছেলে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ট্রাকচাপায় যুবক নিহত
পারিবারিক সূত্র জানায়, আবদুল আওয়াল মিরাজ মোটরসাইকেল চালিয়ে খাগড়াছড়ি সদর থেকে দীঘিনালা উপজেলার মেরুং এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। বোয়ালখালী পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে তাকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম পেয়ার আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
]]>