খাগড়াছড়িতে সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা
<![CDATA[
সাফজয়ী খাগড়াছড়ি জেলার তিন নারী ফুটবলার আনুচিং মগিনী, আনাই মগিনী, মনিকা চাকমা ও সহকারী কোচ তৃষ্ণা চাকমাকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ ও নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ সময় প্রত্যেককে আর্থিক অনুদান দেয়া হয়।
এ উপলক্ষে রোববার (১৬ অক্টোবর) সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন লেডিস ক্লাবের সহ-সভানেত্রী রাবেয়া জাহাঙ্গীর।
অনুষ্ঠানের শুরুতে সাফজয়ী ফুটবলারদের উত্তরীয় পরিয়ে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে উপহার সামগ্রী ও তিন কৃতী ফুটবলার ও সহকারী কোচকে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।
আরও পড়ুন: সাফজয়ীদের বরণ করে নিল ময়মনসিংহ সিটি করপোরেশন
অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল উদ্দিন, বিভিন্ন জোনের জোন কমান্ডারসহ বিভিন্ন সামরিক কর্মকর্তা, ফুটবলারদের মা-বাবা এবং বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
]]>




