খেলা
খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
<![CDATA[
পঞ্চগড়ের বোদা উপজেলায় বাড়ির পাশের খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রদীপ চন্দ্র বর্মণ (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (৯ অক্টোবর) বিকেলে বোদা উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত প্রদীপ ডাঙ্গাপাড়া গ্রামের মহেশ চন্দ্র বর্মণের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবার খেয়ে বিকেলে হালকা বৃষ্টির মধ্যে বাড়ির পাশে থাকা একটি খালের পানিতে মাছ ধরতে যান কৃষক প্রদীপ। মাছ ধরার সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।
আরও পড়ুন: টাঙ্গাইলে বজ্রপাত প্রতিরোধে তাল বীজ বপন
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
]]>




