খুলনায় ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামি গ্রেফতার
<![CDATA[
খুলনার দিঘলিয়া উপজেলার বারকপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী জাকির হোসেন হত্যা মামলার অন্যতম আসামি শামীম শেখকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে খুলনার ফুলতলা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-৬ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) তারিক আনাম বান্না জানান, আসামি শামিম শেখকে ফুলতলা উপজেলার গাড়াখোলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চীনা শ্রমিক হত্যা, কঙ্গোয় ২ সামরিক কর্মকর্তার মৃত্যুদণ্ড
সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন ও আনসার শেখের বিরোধ শুরু হয়। গত ১২ জুন সন্ধ্যায় মোটরসাইকেল যোগে দিঘলিয়া উপজেলার বোয়ালিয়ারচর গ্রামে মাছের ঘের দেখে বাড়ির উদ্দেশে রওয়ানা হন চেয়ারম্যান জাকির।
বোয়ালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা আসামিরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় চেয়ারম্যান গাজী জাকির হোসেন মারা যান। এ ব্যাপারে চেয়ারম্যানের ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
]]>