চাকরিচাকরির খবর

খুলনায় ইউসেপ বাংলাদেশ-এর উদ্যোগে চাকরি মেলা

খুলনায় একটি চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রামস (ইউসেপ বাংলাদেশ) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) স্কীলস ২১ প্রকল্পের সহযোগিতায় সেমাবার (৩০ জানুয়ারি) শহরের বৈকালীতে ইউসেপ মহসিন খুলনা টিভিইটি ইনস্টিটিউটে বর্ণাঢ্য এ চাকরি মেলার আয়োজন করা হয়।

দেশের ১৮টি স্বনামধন্য প্রতিষ্ঠান তাদের স্ব-স্ব প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের লক্ষ্যে এ মেলায় অংশগ্রহণ করে। বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ সমাপ্তকারী যুবক-যুবতীদের কর্মসংস্থানে সহযোগিতা করার লক্ষ্যে এই চাকরি মেলার আয়োজন করা হয়।

মেলায় প্রায় ২৫০০ প্রশিক্ষণার্থী চাকরি প্রত্যাশীরা পছন্দের কোম্পানিতে নিজ নিজ জীবনবৃত্তান্ত প্রস্তুত করে জমা দেন। এছাড়াও প্রতিষ্ঠানগুলো স্পট ইন্টারভিউ’র মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করেছে। সংগৃহীত জীবনবৃত্তান্ত থেকেে আগামী দিনগুলোতে পর্যায়ক্রমে যোগ্য প্রার্থী নির্বাচন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘স্বাধীনতা পরবর্তী যুদ্ধ-বিধ্বস্থ বাংলাদেশে ইউসেপ বাংলাদেশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষার ব্যবস্থা করেছে যা অনন্য।’

তিনি আরও বলেন, কারিগরি দক্ষতা না থাকায় অনেক শিক্ষিত লোকও বিদেশ গিয়ে মূল্যহীন হয়ে পড়েন। মাননীয় প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করেছেন ও প্রত্যেকটি উপজেলায় একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রকল্প হাতে নিয়েছেন। এছাড়া বেকার যুবকদের কর্মসংস্থানে চাকরি মেলার আয়োজন করায়  ইউসেপ বাংলাদেশ কে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্যে খুলনার পুলিশ কমিশনার (বিপিএম-সেবা) মো. মাসুদুর রহমান ভূঞা  বলেন, ইউসেপ বাংলাদেশ তার কর্মকান্ডের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের সহায়ক হিসেবে কাজ করে যাচ্ছে। এছাড়া ইউসেপের অগ্রযাত্রায় বাংলাদেশ পুলিশ সাধ্য অনুযায়ী সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আর চাকুরি প্রাপ্তিতে দক্ষতার কোন বিকল্প নেই উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্যে খুলনার স্থানীয় সরকার উপপরিচালক মো. ইউসুপ আলী বলেন, অনেক চাকুরী প্রার্থী ও চাকুরীদাতা প্রতিষ্ঠান আজকের মেলায় উপস্থিত হয়েছেন। এ মেলার মাধ্যমে অনেকেই চাকুরির নিশ্চয়তা পাবেন। তবে যোগাযোগ দক্ষতা ও অন্যান্য সফট্স্কীলও অর্জন করতে হবে।

এদিকে সভাপতির বক্তব্যে ইউসেপ বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব ড. মো. আবদুল করিম বলেন, ‘ইউসেপ বাংলাদেশ অনাথ, এতিম, টোকাই ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের সাধারণ ও কারিগরি শিক্ষা প্রদান করে আসছে। এছাড়া প্রশিক্ষণ পরবর্তী শোভন কর্মসংস্থানের মাধ্যমে তাদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা পালন করছে।’

দক্ষ জনশক্তি তৈরি করার লক্ষ্যে ইউসেপ কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, বিদেশে অনেক দক্ষ জনশক্তির প্রয়োজন। তবে বাংলাদেশের শিক্ষিত তরুণরা দক্ষতার অভাবে বিদেশে কম বেতনে কাজ করেন। এক্ষেত্রে ভারত ও পাকিস্থানিরা দক্ষ হয়ে বিদেশে গিয়ে উচ্চ বেতনে চাকুরি করছে। তাই দেশে দক্ষ জনশক্তি তৈরিতে ইউসেপ বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এছাড়া বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবং দক্ষ জনশক্তির শূণ্যস্থান পূরণে ইউসেপ অগ্রণী ভূমিকা পালন করছে বলেও জানান তিনি। সভাপতি আরও বলেন, মানবতাবাদী নিউজিল্যান্ডের নাগরিক লিন্ডসে এ্যালান চেইনী ১৯৭২ সালে ইউসেপ বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। এছাড়া ইউসেপ বাংলাদেশ তৈরিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা কৃতজ্ঞতাসহ উল্লেখ করেন আবদুল করিম।

মেলায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিশ্বাস প্রোপার্টিজ খুলনা-এর সিইও জনাব আজগর বিশ্বাস তারা। তিনি ইউসেপ-এর প্রশিক্ষাণার্থীদের আবাসিক ভবন নির্মাণের জন্য ২০ লাখ টাকা অনুদান প্রদান করার ঘোষণা দেন ও অনুষ্ঠানে ২ লাখ টাকার চেক হস্তান্তর করেন। এছাড়াও মেলায় আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি ও চাকুরি প্রার্থী গ্রাজুয়েট প্রতিনিধিরা।

উক্ত চাকুরী মেলায় চাকরি প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে উপস্থিত ছিল প্রাণ আরএফএল গ্রুপ, ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাঃ লিঃ, আকিজ জুট মিলস লি:, টিকে গ্রুপ, বাংলাদেশ এডিবল ওয়েল লি:, সালাম জুট মিলস প্রা: লি:, জুট টেক্সটাইল মিলস লি:, বিশ্বাস প্রোপার্টিজ, আব্দুল্লাহ ব্যাটারী কোং লি:, ইউরো গ্রুপ, ফার্নিচার ওয়ার্ল্ড, ইলেক্ট্রো সলুশন, উজলকুর ইঞ্জিনিয়ারিং, ডাচ্ বাংলা প্যাক লিঃ, সোনালী ডোর, এসএস ট্যুরস এন্ড ট্রাভেলস্, ম্যানগ্রোভ অ্যাপারেলস ও স্থানীয় স্বনামধণ্য ইন্ডাস্ট্রির প্রতিনিধিগণ।

মেলাতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা কেক কেটে ও বেলুন উড়িয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এদিকে অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ইউসেপ শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত চাকরি মেলা আনন্দঘন ও শিক্ষণীয় পরিবেশে সম্পন্ন হয়।

মেলায় মিডিয়া পার্টনার হিসেবে ছিল সময় টেলিভিশন, চ্যানেল ২৪ ও বাংলাট্রিবিউন। এছাড়া ইভেন্ট পার্টনার হিসেবে ছিল ইস্টওয়েস্ট হিউম্যান রিসোর্স সেন্টার ও ইউরো গ্রুপ। ১৯৭২ সাল থেকে ইউসেপ বাংলাদেশ শহরের সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশু কিশোরদের সাধারণ শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাজুয়েটদের শোভন কর্মসংস্থানে সহযোগিতা প্রদান করে আসছে।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!