বিনোদন

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

<![CDATA[

খুলনার দৌলতপুরে রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে রুবেল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে সরকারি ব্রজলাল (বিএল) কলেজ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া রুবেল নগরীর খালিশপুর হাউজিং এলাকার আকবর আলীর ছেলে। তিনি স্থানীয় একটি সেলুনে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বিএল কলেজের গেটের সামনে বেখেয়ালে রেলক্রসিং পার হচ্ছিলেন রুবেল। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: খুলনায় ট্রেনের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!