খুলনায় বিএনপির ২০০ নেতাকর্মীর নামে মামলা
<![CDATA[
খুলনায় বিভাগীয় গণসমাবেশের দিন দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের ঘটনায় বিএনপির ৫৯ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) বিকেলে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক কাজী মোবাশ্বের বাদী হয়ে মামলা করেন।
মামলার এজাহারে দৌলতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক মুর্শিদ কামাল, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি কাজী নেহিমুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইমাম হোসেন, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোতালেবুর রহমান মিতুলসহ ৫৯ নেতাকর্মী এবং অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করার কথা বলা হয়।
এজাহারে বাদী উল্লেখ করেন, শনিবার (২২ অক্টোবর) দুপুর ১টায় আসামিরা ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিসের সামনে জড়ো হয়ে ভাঙচুর চালান।
আরও পড়ুন: ফেনীতে বিএনপির ৩৬ নেতাকর্মী কারাগারে
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘দৌলতপুরে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের ঘটনায় কাজী মোবাশ্বের হোসেন মামলা করেছেন। মামলায় ৫৯ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি রয়েছেন আরও ১৫০ থেকে ২০০ জন।’
এর আগে রেলস্টেশনে ভাঙচুরের অভিযোগে গতকাল শনিবার (২২ অক্টোবর) রাতে খুলনার জিআরপি থানায় বিএনপির ১৭০ নেতাকর্মীর নামে মামলা করেন স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার।
]]>




