বিনোদন

খুলনায় যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা

<![CDATA[

খুলনার ফুলতলা উপজেলায় প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে মিলন ফকির (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার জামিরা রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মিলন ফকির ওই এলাকার আবদুল ওহাব ফকিরের ছেলে।

আরও পড়ুন: নাতির মুখ চেপে ধরে দাদাকে কুপিয়ে হত্যা

খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাঁড়িয়ে ছিল মিলন ফকির। এ সময় একটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে গুলি ছোড়ে। এ সময় মিলন ফকির দৌড়ে স্থানীয় একটি দোকানে প্রবেশ করলে আবারও গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!