খেরসন আমাদের, বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট
<![CDATA[
রুশ সেনা প্রত্যাহারের পর সশস্ত্র বাহিনীর বিশেষ ইউনিট ইতোমধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে প্রবেশ করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ মুহূর্তটিকে তিনি ঐতিহাসিক উল্লেখ করে বলেছেন, খেরসন আমাদের। খবর বিবিসি।
টেলিগ্রামে ইউক্রেনের পতাকার ইমোজি এবং ভিডিও ফুটেজের পাশাপাশি তিনি লিখেছেন, আমরা খেরসনকে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছি, আমাদের জনগণ, আমাদের খেরসন।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খেরসন অঞ্চল থেকে ৩০ হাজারের বেশি রুশ সৈন্যদের প্রত্যাহার করা হয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ইউরি সাক বিবিসিকে বলেছেন, খেরসন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ইউক্রেনের সামরিক বাহিনী খেরসনে প্রবেশ করেছে। এখন পর্যন্ত আমরা রিপোর্ট পেয়েছি যে রাশিয়ান বাহিনী খেরসন থেকে পিছু হটেছে এবং প্রশাসনিক ভবনের ওপরে ইউক্রেনের পতাকা উড়ানোর বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি।
আরও পড়ুন: অবশেষে খেরসনে উড়ছে ইউক্রেনের পতাকা
ইউরি সাক বিবিসিকে আরও বলেছেন, খেরসনে এখন কিছু রুশ সৈন্য অবশিষ্ট আছে। তারা তাদের সামরিক ইউনিফর্ম খুলে ফেলছে। সেগুলো আবর্জনায় ফেলে দিচ্ছে এবং স্থানীয়দের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছে। আমরা তাদের আত্মসমর্পণ করতে, তাদের জীবন বাঁচাতে আহ্বান জানাচ্ছি। সাক আরও বলেছেন, যে ইউক্রেনের পক্ষে এখনই সন্তুষ্ট হওয়া সম্ভব নয়। কারণ যুদ্ধ শেষ হয়নি।
ইউক্রেন অভিযানের মধ্যদিয়ে পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও লহানস্কের পাশাপাশি ইউক্রেনের বিশাল একটা অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়া। এর মধ্যে চারটি অঞ্চলকে গণভোটের মাধ্যমে রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে একীভূত করা হয়েছে। যার মধ্যে একটি খেরসন। ওই অঞ্চলের রাজধানী খেরসন শহর। সেনা প্রত্যাহার করলেও অঞ্চলটি রাশিয়ার নিয়ন্ত্রণাধীনে থাকবে বলেই জানিয়েছেন রুশ কর্মকর্তারা।
]]>




