খেরসন থেকে রুশ সেনাদের পিছু হটা নিয়ে ইউক্রেনের সংশয়
<![CDATA[
পর্যাপ্ত রসদ ও জনবলের অভাব দেখিয়ে খেরসন থেকে বুধবার (০৯ নভেম্বর) সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রুশ কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন। তবে রুশ সেনাদের পিছু হটা নিয়ে সংশয় প্রকাশ করেছে ইউক্রেনের সরকার। খবর রয়টার্সের।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, রুশ কমান্ডারের সেনা প্রত্যাহারের ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক।
তিনি বলেন, রাশিয়ানদের কথায় ও কাজে মিল নেই। ফলে রুশ কমান্ডার সুরোভিকিন খেরসন ছাড়ার কথা বললেও এখনই তারা এটি বিশ্বাস করবেন না। রুশ সেনারা সত্যিই খেরসন ছাড়ছে কি না, সেটি আগে দেখবেন। এ ছাড়া এখনই খেরসন শহরে ইউক্রেন তাদের সেনাদের পাঠাবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
বুধবার (৯ নভেম্বর) টেলিভিশনে দেয়া এক বক্তব্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুও ডিনিপ্রো নদীর ওপার থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন। খেরসনে রাশিয়ার নিযুক্ত ডেপুটি গভর্নর এক গাড়ি দুর্ঘটনায় নিহত হওয়ার পর এ ঘোষণা দেয়া হয়।
এ বিষয়ে এক টুইট বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কির এক উপদেষ্টা লিখেছেন, ‘কথার চেয়ে কাজের মূল্য বেশি। কোনো লড়াই ছাড়া রাশিয়া খেরসন শহর ছাড়বে এমন কোনো ইঙ্গিত আমরা দেখিনি। রুশ সেনাদের একটি অংশ শহরেই রয়ে গেছে এবং আরও রিজার্ভ সেনা পুরো অঞ্চলের দায়িত্বে আছে। ইউক্রেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিজ অঞ্চল স্বাধীন করছে, টিভিতে দেয়া মিথ্যা বক্তব্যের ওপর না।’
আরও পড়ুন: খেরসন থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা রাশিয়ার
গত কয়েক দিন ধরে ইউক্রেনের সেনারা শহরটি পুনর্দখলে এগিয়ে আসতে থাকায় সেখান থেকে ধীরে ধীরে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিচ্ছিল রুশ সেনারা। পরে ধারণা করা হচ্ছিল শহর থেকে নিজেদের পুরোপুরি প্রত্যাহার করে নেবে তারা।
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার দখল করা একমাত্র প্রাদেশিক রাজধানী ও বৃহত্তম শহর খেরসন। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে চারটি ইউক্রেনীয় ভূখণ্ড নিজেদের বলে ঘোষণা করে খেরসন সেগুলোর একটি। ডিনিপ্রো নদীর পশ্চিম তীরে খেরসন শহরের অবস্থান। এ নদীর পশ্চিমতীরের নিয়ন্ত্রণ নিয়ে আসন্ন সপ্তাহগুলোতে দু’দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা বাড়ছিল।
আরও পড়ুন: ইউক্রেনের খেরসনে রাশিয়ার সামরিক হামলা অব্যাহত
সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন সিনিয়র সামরিক নেতাদের এক বৈঠকে বলেন, খেরসন শহরে পর্যাপ্ত রসদ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তিনি রুশ সেনাদের ডিনিপ্রো নদীর পূর্ব তীরে প্রতিরক্ষামূলক অবস্থান নেয়ার পরামর্শ দেন।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে শহরের চারপাশে সেতু ধ্বংস করার পর এ ঘোষণা এসেছে।
খেরসনের আঞ্চলিক পরিষদের ডেপুটি প্রধান সেরহি খলান টেলিগ্রাম পোস্টে বলেছেন, ‘রুশবাহিনী খেরসন অঞ্চলে সব সেতু ধ্বংস করে দিয়েছে।’
]]>




