খেলার মাঠ বাঁচাতে আইনের আশ্রয়ে ডিএনসিসি
<![CDATA[
মিরপুরের প্যারিস রোডের খেলার মাঠ বাঁচাতে এবার আইনের আশ্রয় নিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
এই মাঠ বাঁচাতে বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেন ডিএনসিসির সহকারী নগর পরিকল্পনাবিদ ফারজানা ববি।
ডায়েরিতে বলা হয়, গেজেটকৃত ডিটেইলড এরিয়া প্ল্যানে ডিএনসিসির ৩নং ওয়ার্ডের প্যারিস রোড সংলগ্ন খেলার মাঠটি উন্মুক্ত স্থান হিসেবে দেখানো হয়েছে। এছাড়া সেকশন-১৯ এর ১৯৮৭ সালের লে আউট প্ল্যানে উক্ত স্থানকে উন্মুক্ত হিসেবে দেখানো হয়েছিল। উক্ত স্থানটি এলাকাবাসীর নাগরিক পরিষেবার অংশ হিসেবে শিশু কিশোরদের খেলাধুলা ও মানসিক মেধা বিকাশের জন্য খেলার মাঠ হিসেবে উন্নয়ন করা প্রয়োজন। ইতিমধ্যে উন্মুক্ত স্থানটি ৩২টি প্লট আকারে বিভাজন করে বরাদ্দ দেয়া হয়েছে বলে জানা যায়। এতে করে স্থানীয় জনসাধারণ ও বরাদ্দপ্রাপ্ত প্লট মালিকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: মিরপুরে প্যারিস রোডের জায়গা খেলার মাঠ হিসেবে ব্যবহার হবে: মেয়র আতিক
এ অবস্থায় উদ্ভূত পরিস্থিতিতে ডিএনসিসির আওতাধীন স্থানটিকে যারা প্লট হিসেবে ব্যবহার করতে চান বা দখল নেয়ার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর মিরপুর-১১ নম্বরের প্যারিস রোড সংলগ্ন খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে কয়েকটি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয়রা অনশন কর্মসূচি পালন করেন। সেখানে উপস্থিত হয়ে মেয়র আতিকুল ইসলাম মাঠটি উদ্ধারের ঘোষণা দেন।
এ সময় তিনি অনশনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির সঙ্গে সংহতি জানান। মেয়রের আশ্বাসে অনশনকারীরা অনশন ভাঙতে রাজি হন। পরে পানি পান করিয়ে তাদের অনশন ভাঙান মেয়র।
]]>




