বিনোদন
গভীর রাতে সড়কে ঝরল ৩ প্রাণ
<![CDATA[
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নয়জন।
রোববার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের আলাউদ্দিন নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, পেঁয়াজবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরচালিত ভ্যানে ধাক্কা দেয়। এ সময় বিপরীতমুখী একটি ট্রাকও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মোটরচালিত ভ্যানের তিন যাত্রী নিহত হন। এ সময় আহত হন অন্তত নয়জন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কেন্দুয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মরদেহগুলো একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
]]>




