বাংলাদেশ
গরু চুরির মামলায় কারাগারে ছাত্রলীগ নেত্রী
<![CDATA[
গরু চুরির মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (৬ নভেম্বর) ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম তার জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরআগে এদিন সকালে বাবলীকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. আশরাফুল ইসলাম।
আরও পড়ুন: গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেফতার
অন্যদিকে আসামি পক্ষ জামিন চেয়ে আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বুধবার (২ নভেম্বর) ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় বাবলী আক্তারকে গ্রেফতার করে পুলিশ।
]]>