বাংলাদেশ

গাইবান্ধায় কষ্টিপাথরসদৃশ্য মূর্তি উদ্ধার

<![CDATA[

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে চুম্বকীয় ক্ষমতাসম্পন্ন কালো রঙের একটি পুরোনো মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ২ নম্বর কাটাবাড়ি এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জি জানান, বিকেলে ২ নম্বর কাটাবাড়ি এলাকার মকবুল হোসেনের জমিতে খনন করছিল শ্রমিকরা। এ সময় মূর্তিটি দেখতে পান তারা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে মূর্তিটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বাড়িতে মিলল কোটি টাকার কষ্টিপাথর-ধাতবমুদ্রা

তিনি আরও বলেন, মূর্তিটিতে লোহা বা লোহাজাতীয় কোনো দ্রব্য ধরলে আকর্ষণ করছে। এতে বোঝা যায়, মূর্তিটি চুম্বকীয় ক্ষমতাসম্পন্ন। তবে এটি কষ্টিপাথর কি না, তা যাচাই-বাছাই করলে জানা যাবে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!