গাইবান্ধায় খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারী আটক
<![CDATA[
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছিনতাই করা অটোরিকশা ও একটি খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাকাই-বোনারপাড়া সড়কের বাজুনিয়াপাড়া বটতলী মোড় থেকে তাদের আটক করে স্থানীয়রা পরে তাদেরকে পুলিশে তুলে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা দ্রুতগতিতে নাকাইহাট থেকে বোনারপাড়ার উদ্দেশে যাওয়ার সময় একটি ভ্যানকে চাপা দিলে ওই ভ্যানচালক তাদের পিছু ধাওয়া করে বটতলী মোড়ে তাদের পথ আটকায়। এ সময় তারা ভ্যানচালকের সাথে হাতাহাতির শুরু করে দেয়। এক পর্যায়ে তারা কোমরে লুকিয়ে রাখা একটি পিস্তল বের করে ভ্যানচালককে গুলি করার ভয় দেখায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাত সন্দেহে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: ছিনতাইকারীর টার্গেট ব্যাটারিচালিত যান, তিন মাসে ৫ খুন
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অটোরিকশা ছিনতাই করার কথা স্বীকার করেছে। তাদের কাছে একটি খেলনা পিস্তল ছিল।
আটকদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
]]>




