গাইবান্ধায় বালুবাহী ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
<![CDATA[
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় অটোরিকশার এক নারী যাত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় ৬ যাত্রী আহত হন।
সোমবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের সোনারপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশার যাত্রীরা হলেন- উপজেলার শিবপুর ইউনিয়নের উত্তর শোলাগাড়ী গ্রামের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী দুলালী বেগম (৬৫), পলাশবাড়ী গ্রামের গোলাম মোস্তফার ছেলে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রশিদুল ইসলাম রুবেল (৪০)
আরও পড়ুন: পাবনায় ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, পৌর এলাকার সোনারপাড়ায় মহিমাগঞ্জগামী একটি বালুবাহী ট্রাক গোবিন্দগঞ্জ শহরমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ ৮ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক দুলালী বেগমকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নেত্রকোনায় ট্রাকচাপায় হেলপার নিহত
‘অপর আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আহত রশিদুল ইসলামের মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যান।’
]]>




