খেলা

গাইবান্ধায় মাদক বাণিজ্যে বাড়ছে সামাজিক অপরাধ

<![CDATA[

গাইবান্ধায় বেড়েছে মাদকের কারবার। জেলা শহরের ২০টিরও বেশি চিহ্নিত স্পটে চলছে মাদক দ্রব্যের কেনাবেচা। এতে শহরজুড়ে বৃদ্ধি পেয়েছে মাদকসেবীর সংখ্যা। মাদকের টাকা যোগাতে শহরে প্রতিদিন চুরি, ছিনতাই এমনকি অপহরণের মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

জানা গেছে, গাইবান্ধায় সংঘবদ্ধ চোরের দল তৎপর হয়ে উঠেছে। কিছুদিন থেকে হঠাৎ করে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। বাসা-বাড়ির পাশাপাশি চুরি হচ্ছে সরকারি অফিসেও। শুধু রাতে নয়, দিনে-দুপুরেও হচ্ছে এসব চুরি ও ছিনতাই। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মোটরসাইকেল চুরির ঘটনা।

সচেতন মহল বলছেন, জেলা শহরের গোরস্থান মোড়, স্টেডিয়াম এলাকা, পুরাতন আদালত চত্বর, রেল স্টেশন এলাকা, বানিয়ারযান আলাই নদীর পাড়, অফিসার্স ক্লাব ও টেনিস ক্লাব সংলগ্ন এলাকা, বাস টার্মিনাল, সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ, ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ, বাংলাবাজার গেজেটেড অফিসার্স কোয়ার্টারসহ ২০টির বেশি চিহ্নিত স্পটে চলছে মাদক কেনাবেচা। প্রতিদিন সন্ধ্যার পর জমে উঠছে এসব এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার অভাবে মাদক সহজলভ্য হয়ে উঠেছে বলে দাবি তাদের।

আরও পড়ুন: ঘরে বসে অর্ডার করলেই পৌঁছে যায় মাদক

জেলা সদরের পাশাপাশি অন্যান্য উপজেলাগুলোতেও বাড়ছে মাদকের ছড়াছড়ি। মাদকের স্পষ্টগুলো বন্ধে দ্রুত ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, সম্প্রতি এসব অপরাধের সঙ্গে জড়িত একাধিক গ্রুপকে গ্রেফতার করা হয়েছে।

মাদকের কারণে বিভিন্ন অপরাধ বাড়ছে জানিয়ে তিনি বলেন, মাদক বন্ধে জনসচেতনতামূলক সভাসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!