বিনোদন
গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
<![CDATA[
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পানিতে ডুবে তায়েবা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২ অক্টোবর) বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দেবত্রর রামনাথপুর (শালমারা) গ্রামে এ ঘটনা ঘটে।
তায়েবা আক্তার ওই গ্রামের তারেক রহমানের মেয়ে।
আরও পড়ুন: চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
স্বজনরা জানান, তায়েবা বাড়ির উঠানে একা খেলছিল। কিছুক্ষণ পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের ডোবার পানিতে ভেসে থাকতে দেখা যায় তায়েবাকে। পরে ডোবা থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন তালুকানুপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ফিরোজ কবির মন্ডল।
]]>




