গাইবান্ধায় হামলা-ছিনতাই, নিরাপত্তা চাইলেন নৌকার স্বতন্ত্র প্রার্থী
<![CDATA[
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের ওপর সন্ত্রাসী হামলা করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে নিরাপত্তাহীনতার কারণে তিনি বগুড়া শহরে এসে সংবাদ সম্মেলন করেন।
সোমবার (১০ অক্টোবর) রাত ১১টার দিকে নাহিদুজ্জামান নিশাদ সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত তিনদিন ধরে তার এলাকায় নৌকা প্রতীকের প্রার্থীর হয়ে বহিরাগত লোকজন ঘোরাফেরা করছেন। তারা নির্বাচনী পোস্টার ছেঁড়াসহ নেতাকর্মীদের মারধর করেছেন। এ ছাড়া নিজেদের অফিস নিজেরাই ভেঙে আমার কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছেন। এসব বিষয়ে সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করতে যান তিনি। সেখানে তিনি নেতাকর্মীদের নিরাপত্তার বিষয়ে কথা বলেন।’
‘সাক্ষাৎ শেষে বের হওয়ার পর আরেক নির্বাচনী প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীর সঙ্গে দেখা হয়। পরে তাকে নিয়ে গাইবান্ধা শহরের কদমতলী এলাকায় দুপুরের খাবার খেতে একটি অফিসে বসেন। সেখানে একদল যুবক এসে তাদের ঘিরে ধরেন। তারা বিভিন্নভাবে হুমকি-ধামকি দিতে থাকেন। অবস্থা খারাপের দিকে যাচ্ছে দেখে গাড়ি নিয়ে চলে যেতে চান তিনি। কিন্তু তারা জোরপূর্বক তার গাড়িতে থাকা নিজ নামে লাইসেন্সকৃত অস্ত্র ও ৪০ হাজার টাকা ছিনিয়ে নেন। বিষয়টি গাইবান্ধা জেলা পুলিশ সুপারকে ফোনে জানানো হলে পরবর্তীতে সেই অস্ত্র ফেরত দেয়া হয়।’
আরও পড়ুন: স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহীনের রিট খারিজ
সংবাদ সম্মেলনে নাহিদুজ্জামান নিশাদ জানান, এখানে ভোটের সুষ্ঠু পরিবেশ নেই। সংশ্লিষ্টদের কাছে ভোটের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেওয়ার আবেদন জানান তিনি।
প্রসঙ্গত বুধবার (১২ অক্টোবর) গাইবান্ধা-৫ আসনে নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিকল্প ধারা ও দুই স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
]]>




