গাইবান্ধা-৫-এর নবনির্বাচিত সংসদ সদস্যকে নিয়ে জয়োৎসব
<![CDATA[
গাইবান্ধা-৫ আসনের নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হওয়ায় আনন্দ-উল্লাস করছেন দলীয় নেতাকর্মীরা। এর আগে অনিয়মের অভিযোগে গত বছরের ১২ অক্টোবর স্থগিত করা হয়েছিল এ নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষার পর পছন্দের নেতাকে নির্বাচিত করতে পেরে খুশি দলের কর্মীরা। আর জয়লাভের পর এখন নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করবেন বলে জানান নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের ফলিয়া গ্রামে চলছে আনন্দ উৎসব। বুধবার (৪ জানুয়ারি) গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপন। নবনির্বাচিত সংসদ সদস্যের জয়লাভে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরের পর থেকেই দুই উপজেলার নেতাকর্মী ও ভোটাররা তাকে সংবর্ধনা দিচ্ছেন। দীর্ঘ প্রতীক্ষার পর পছন্দের নেতাকে নির্বাচিত করতে পেরে কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য আশাবাদী তারা।
আরও পড়ুন: রসিক নির্বাচন / ২৬নং ওয়ার্ডে আবারও ভোট
নিজের জয়কে এ আসনের ভোটারদের উৎসর্গ করে নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেন, নদীভাঙন রোধসহ জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুত সমাধান করা হবে।
এর আগে, ২০২২ সালের ২২ জুলাই এ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
]]>