গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, কিশোর নিহত
<![CDATA[
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার বাঘাডাঙ্গা নতুনপাড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াদ (১৪) দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের ইউনুচ আলির ছেলে। সে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি হেলপার ছিল।
আরও পড়ুন: সিরাজগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহেদ বলেন, সকালে রিয়াদ মাইক্রোবাস চালিয়ে বন্ধু শামিমকে নিয়ে কার্পাসডাঙ্গা বাজার থেকে ধন্যঘরা গ্রামে যাচ্ছিল চালককে বাড়ি থেকে আনতে। পথে উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের নতুনপাড়া মসজিদের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই রিয়াদের মৃত্যু হয়। মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছে। আহত শামিমকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেয়া হবে।
]]>




