গাজায় ইসরাইলের বিমান হামলা, বাড়ছে উত্তেজনা
<![CDATA[
ইসরাইলের দক্ষিণাঞ্চলে শনিবার (০৩ ডিসেম্বর) রকেট হামলায় ১০ জন নিহত হওয়ার পর অধিকৃত পশ্চিম তীরে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই রোববার (০৪ ডিসেম্বর) ইসরাইলের যুদ্ধবিমান থেকে গাজা উপত্যকায় বোমা ফেলা হয়েছে।
আল জাজিরার খবরে জানা যায়, রোববার ভোররাতে হামাসের অস্ত্র তৈরির স্থাপনা এবং ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গ লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। বোমা হামলার জবাবে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রাই এক টুইট বার্তায় জানিয়েছেন, আমাদের যুদ্ধবিমান একটি অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে। যেখানে রকেট তৈরি করে হামাস। গাজার দক্ষিণাঞ্চলের একটি সুড়ঙ্গও লক্ষ্যবস্তু করা হয়েছে।
বিমান হামলার পর অধিকৃত পশ্চিম তীরে চরম উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার ২৩ বছর বয়সী এক যুবককে পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করার পর মূলত উত্তেজনা বাড়তে থাকে। এর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: একদিনের ব্যবধানে আবারও পশ্চিমতীরে ফিলিস্তিনি নিহত
সামাজিক মাধ্যম ব্যবহার করে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানানো হচ্ছে। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব ঘটনার নিন্দা জানিয়ে ইসরাইলি বাহিনীকে সমুচিত জবাব দেয়ার আহ্বান করেছে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল এক বিবৃতিতে জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে সহিংসতার ক্রমবর্ধমান মাত্রা নিয়ে তারা অত্যন্ত উদ্বিগ্ন। বোরেল বলেছেন, গত কয়েকদিনেই ১০ জন নিহত হয়েছে। গতকাল আইএসএফ (ইসরায়েলি নিরাপত্তা বাহিনী) এর একজন সদস্যের হাতে একজন ফিলিস্তিনি ব্যক্তি আম্মার মিফলেহের মর্মান্তিক হত্যাকাণ্ড ছিল এর সর্বশেষ উদাহরণ।
আরও পড়ুন: ইসরাইলের অভিযানে দুই ভাইসহ ৪ ফিলিস্তিনি নিহত
]]>




