গাজীপুরে ট্রাকচাপায় পথচারী নিহত
<![CDATA[
চিনি বোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে এলে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে এক পথচারীর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একরামুল কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পলাশপুর গ্রামের বাসিন্দা। তিনি কোনাবাড়ী দেওলিয়াবাড়ী ক্লাসিক ম্যালামাইন ইন্ডাস্ট্রি লিমিটেডে মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: দোলনায় ঝুলতে গিয়ে রশিতে ফাঁস লেগে শিশুর মৃত্যু
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে গাজীপুর চৌরাস্তা থেকে চিনি বোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ট্রাকটি কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্বপাশে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ওই পথচারীর মৃত্যু হয়। এ সময় চালক ও সহকারীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বণিক জানান, মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
]]>