গাড়ি ভাঙচুর মামলায় হাজিরা দিলেন মির্জা ফখরুল
<![CDATA[
সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে হাজিরা দিয়েছেন।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর ম্যাজিস্ট্রেট কোর্টের (সিএমএম) বিচারক তোফাজ্জল হোসেনের আদালতে হাজিরা দেন তিনি।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালে মিন্টো রোডে প্রধান বিচারপতির বাসবভনের সামনে সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল আজ। শুনানি শেষে দিন পেছানো হয়েছে।
আরও পড়ুন: সমাবেশে খালেদা জিয়া গেলে আদালত বিষয়টি দেখবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মির্জা ফখরুলের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের জানান, আদালতের কিছু সীমাবদ্ধতার কারণে মামলার অভিযোগ গঠনের পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
এদিকে, মতিঝিলে ২০১৫ সালে গাড়ি ভাঙচুরের মামলায় সিএমএম আদালতে হাজিরা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান।
]]>




