খেলা

গানের জঘন্য রিমেক নেহার, বললেন ফাল্গুনী পাঠক!

<![CDATA[

নব্বই দশকের একটি জনপ্রিয় গান ‘ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই…’। আজও এই গানটির জনপ্রিয়তা এতটুকু কমেনি। তাই ১৯৯৯ সালে প্রকাশিত হওয়া এই গানটিকে আবার রিমেক করেছে বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কাক্কর।

পুরনো এই গানের নতুন আঙ্গিকে রিমেক করার পর এর নাম দেওয়া হয়েছে ‘ও সাজনা’। নতুন করে গানটির সুর সাজিয়েছেন তনিষ্ক বাগচী। এতে কণ্ঠ দিয়েছেন নেহা কক্কর ও ধনশ্রী বর্মা। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন ‘বিগ বস’ খ্যাত প্রিয়ঙ্কা শর্মা।

আরও পড়ুন: সালমান নন, ক্যাটরিনার পছন্দ ছিলেন আরবাজ খান!

নেহা-ধনশ্রীর গাওয়া রিমেক করা এই গানটি দর্শকদের কাছে প্রকাশ্যে আসে গত ১৯ সেপ্টেম্বর। আর এরপর থেকেই নেট দুনিয়ায় গানটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নেটিজেনরা।

পুরনো দিনের স্মৃতির এই গানটি নতুনভাবে শুনে ক্ষোভ প্রকাশ করেছেন গানের মূল শিল্পী ফাল্গুনী পাঠকও। ইনস্টাগ্রামে দর্শকরা রিমেক গানটি নিয়ে করেছে অনেক নেতিবাচক মন্তব্য।

কেউ লিখেছেন, ছোটবেলার স্মৃতি নষ্ট না করার পরামর্শ দেওয়া হচ্ছে নেহাকে। আবার কেউ লিখেছেন, রিমেকটি সত্যি জঘন্য। এসব মন্তব্যের সঙ্গে একমত হয়েছেন মূল গায়িকা ফাল্গুনীও।

আরও পড়ুন: ২০২৪ সালে ভোটে দাঁড়াচ্ছেন কঙ্গনা, যা বললেন হেমা

ফাল্গুনীর এক ভক্ত তাকে রিমেক গানটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে। যাতে ফাল্গুনী আফসোস করে জানিয়েছে, তার কাছে গানটির স্বত্ব নেই, থাকলে ঠিকই রিমেক গানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেন ফাল্গুনী পাঠক।

সূত্র: সংবাদ প্রতিদিন

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!