গুগলের ‘বিশিষ্ট ইঞ্জিনিয়ার’ বাংলাদেশের জাহিদ
<![CDATA[
গুগল এমন একটি প্রতিষ্ঠান যার ব্যাপারে জানেন না, পৃথিবীতে এমন মানুষ বিরল। আজকাল তো গুগল ছাড়া কোনো কাজই চলে না। গুগল সার্চ, জিমেইল, গুগল আর্থ, গুগল ম্যাপ, ইউটিউব, গুগল ড্রাইভসহ প্রতিষ্ঠানটির আরও অনেক সেবার ওপর আমরা নির্ভরশীল। গুগল পৃথিবীর প্রায় সব মানুষের জীবন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে।
পৃথিবীর অন্যতম বড় ও সফল এই প্রতিষ্ঠানটিতে চাকরির স্বপ্ন দেখেন না এমন ইঞ্জিনিয়ার কি পাওয়া যাবে? হয়ত না। সেই বিশ্বখ্যাত টেক জায়ান্ট গুগলে চাকরিই শুধু না, সেখানকার লক্ষাধিক ইঞ্জিনিয়ারদের মধ্যে ‘বিশিষ্ট ইঞ্জিনিয়ার’- এর খেতাব অর্জন করেছেন বাংলাদেশের জাহিদ সবুর। যেটা লেভেল ৯ এবং একই সঙ্গে গুগলের ঊর্ধ্বতন পরিচালকের পদ। নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্টের মাধ্যমে এই পদোন্নতির কথা জানিয়েছেন এই ইঞ্জিনিয়ার।
আরও পড়ুন: চট্টগ্রামে এডুটিউব কুইজ প্রতিযোগিতায় সেরা ‘অনন্য অন্নদা’ ও ‘ভেলোসিটি’ দল
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘গুগলের লক্ষাধিক ইঞ্জিনিয়ারদের মধ্যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যোগ দিতে পেরেছে, এমন সংখ্যা কয়েকশো হবে। সেখানে তেমনই এক বাংলাদেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সম্বল করে কেউ আবার পৃথিবীর অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গুগলের “বিশিষ্ট ইঞ্জিনিয়ার” হবে – এ আবার কেমন গাঁজাখুরি স্বপ্ন? কিন্তু জীবনটাই এমন যে বাস্তবতা আসলেই কখনো কখনো স্বপ্নের চেয়েও অদ্ভুত হয়।’
তিনি আরও লিখেছেন, ‘গুগলের লক্ষাধিক ইঞ্জিনিয়ারদের মধ্যে ‘বিশিষ্ট ইঞ্জিনিয়ার’ রয়েছেন শ’খানেক, আর এখন সেই দুর্লভ সম্মান আর স্বীকৃতির খাতায় যোগ হয়েছে একজন বাংলাদেশি। কখনো স্বপ্নেও ভাবিনি আমার এই পোস্টটা করার সৌভাগ্য হবে। বহু পরিশ্রম করতে হয়েছে, জয় করতে হয়েছে বহু বাধা আর প্রতিকূলতা। সৃষ্টিকর্তা, পরিবার, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষি- সবার প্রতি জানাই অসংখ্য কৃতজ্ঞতা আর ভালোবাসা।’
জাহিদ সবুর স্নাতক সম্পন্ন করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) থেকে। এআইইউবি থেকে তিনি রেকর্ড সিজিপিএ ৪.০ নিয়ে স্নাতক সম্পন্ন করেন।
জাহিদের ক্যারিয়ার শুরু ২০০৭ সালে ভারতের ব্যাঙ্গালুরুতে গুগলের ব্যাকেন্ড সিস্টেম ডেভেলপমেন্টের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করার মাধ্যমে। এর ৬ মাস পর তিনি ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দফতরে যোগদান করেন।
আরও পড়ুন: ‘ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস’ পুরস্কারে ভূষিত হলেন ড. সবুর
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা তিনি সর্বপ্রথম সরাসরি গুগলে যোগ দিয়েছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, সেটা ছিল লেভেল ৩ পদে। তারপর একে একে ৫টা লেভেল পার করে ২০১৯ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে গুগলে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার পদে পদোন্নতি পান। যেটা লেভেল ৮ এবং একই সঙ্গে পরিচালকের পদ।
উল্লেখ্য, বর্তমানে গুগলে সর্বমোট কর্মীর সংখ্যা দেড় লাখের ওপর। আর শুধু ইঞ্জিনিয়ারের সংখ্যাই লক্ষাধিক। আর সেই লক্ষাধিক ইঞ্জিনিয়ারের মধ্যে ‘বিশিষ্ট ইঞ্জিনিয়ার’ শ’খানেক। জাহিদ সবুর সেইসব প্রতিভাবানদের একজন।
]]>