বিনোদন

‘গুণগত মানের মোবাইল ফোনসেবা নিশ্চিত করা কঠিন কাজ নয়’

<![CDATA[

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমেই মোবাইল অপারেটরগুলোর প্রতিযোগিতায় শীর্ষ অবস্থান তৈরি করা সম্ভব। স্পেকট্রাম সুবিধাসহ সরকারের দেয়া সুযোগ কাজে লাগিয়ে গুণগত মানের মোবাইল ফোন সেবা নিশ্চিত করা মোটেও কঠিন কাজ নয়।

বুধবার (১৯ অক্টোবর) আজিয়াটা লিমিটেডের যুগ্ম ভারপ্রাপ্ত গ্রুপ সিইও ড. হান্স বিজয়াসুরিয়ার নেতৃত্বে মোবাইল অপারেটর রবির চার সদস‌্যের একটি প্রতিনিধিদল ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোযোগাযোগ মন্ত্রীর সঙ্গে সৌজন‌্য সাক্ষাত করেন। এ সময়ে মন্ত্রী এসব কথা বলেন।

সাক্ষাতকালে তারা মোবাইল সেবার মানোন্নয়ন ও ফাইভ-জি প্রযুক্তি সেবা চালু, প্রত‌্যন্ত অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা সম্প্রসারণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, টেলিযোগাযোগসহ ইন্টারনেট মহাসড়ক নির্মাণের ধারাবাহিকতায় বাংলাদেশ ফোর-জি নেটওয়ার্ক যুগ অতিক্রম করছে। কোভিড-১৯ অতিমারির সময়ে এর ফলে অচল জীবনযাত্রা সহজতর হয়।

ডিজিটাল অবকাঠামোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ডিজিটাল সেবা নিশ্চিত করতে সরকারের যথাযথ নীতিমালা প্রণয়ন ও এর বাস্তবায়নের ফলে দেশে শতকরা ৯৮ ভাগ এলাকা ফোর-জি নেটওয়ার্কের আওতায় এসেছে।

তিনি বলেন, মোবাইল সেবার মান নিশ্চিত করতে অবকাঠামো ও ডিজিটাল প্রযুক্তির উন্নয়নে সম্ভাব‌্য সব কিছু করতে সরকার বদ্ধ পরিকর। ইতোমধ‌্যে আমরা চাহিদার মানদণ্ড বিবেচনায় রেখে মোবাইল অপারেটরগুলোকে প্রয়োজনমতো স্পেকট্রাম বরাদ্দ দিয়েছি। 

আরও পড়ুন: গ্রামীণফোনকে সেবার মান নিশ্চিতের নির্দেশ

এ সুযোগ কাজে লাগিয়ে মোবাইল অপারেটরগুলো সহসাই গ্রাহকদের প্রত‌্যাশিত মোবাইল সেবা প্রদানে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ আজ পৃথিবীর অনুকরণীয় দৃষ্টান্ত।

কোভিডকালে দেশের প্রত‌্যন্ত জনগোষ্ঠীর দোড়গোরায় ফোর-জি নেটওয়ার্ক পৌঁছে দিতে তার নির্দেশ দ্রুততার সঙ্গে বাস্তবায়নে রবির ভূমিকার প্রশংসা করেন তিনি।

এ সময় ফাইভ-জি চালুসহ সুন্দরবন থেকে বান্দরবনসহ দেশের প্রত‌্যন্ত এলাকায় রবি‘র নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ২০২২ সালে দেয়া স্পেকট্রাম গুণগত মানের মোবাইল সেবা নিশ্চিত করতে কাজে লাগানোর উদ‌্যোগ নেয়া হয়েছে বলে মন্ত্রীকে অবহিত করেন হান্স বিজয়াসুরিয়া।

তিনি রবির গুণগত সেবা নিশ্চিত করতে ২০২১ ও ২০২২ সালের স্পেকট্রাম নিলামসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নেয়া বিভিন্ন উদ‌্যোগের প্রশংসা করেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!