গুয়াংজুতে লকডাউন, বেইজিংয়ে স্কুল বন্ধ
<![CDATA[
করোনা সংক্রমণ ফের বাড়তে থাকায় চীনের গুয়াংজু লকডাউনের আওতায় আনা হয়েছে। একইসঙ্গে রাজধানী বেইজিংয়ের স্কুলগুলো বন্ধ করে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে ফিরতে হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) অর্থনৈতিক ও উৎপাদনের দিক থেকে চীনের চতুর্থ বৃহত্তম শহর গুয়াংজুর জনবহুল জেলা বাইয়ুনে পাঁচ দিনের লকডাউন ঘোষণা করা হয়। গুয়াংজুতে এক কোটি ৯০ লাখ মানুষের বসবাস। নাইটক্লাবসহ অন্যান্য সার্ভিস দেয়া প্রতষ্ঠানগুলোর সেবা বন্ধ করে দেয়া হয়েছে।
বেইজিংয়ে নতুন করে ৯৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে। বেশ কয়েকটি জেলার স্কুল শিক্ষার্থীরা অনলাইনে পড়াশোনা শুরু করেছে।
আরও পড়ুন: চীনে ৬ মাসের মধ্যে করোনায় প্রথম মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশটির রাজধানীতে করোনায় আক্রান্ত হয়ে আরও দু’জন মারা গেছেন। একদিন আগেই স্বাস্থ্য কমিশন গত ছয় মাসের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর দিয়েছিল।
এদিকে, গত ১১ নভেম্বর করোনা প্রতিরোধে নতুন ২০টি বিধিমালা জারি করেছে চীন। ‘জিরো কোভিড’ তথা করোনা সংক্রমণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে সরকারি কর্মকর্তাদের জন্য এসব নিয়ম বেঁধে দেয়া হয়েছে। এতে কোয়ারেন্টাইন থেকে শুরু করে করোনা পরীক্ষা প্রত্যেকটা বিষয়ে করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেয়া হয়েছে।
]]>




