গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলি অভিনেতা
<![CDATA[
হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলিউডের প্রবীণ অভিনেতা অনু কাপুর। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য থেকে জানা যায়, দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে বর্তমানে চিকিৎসারত আছেন এই গুণী শিল্পী।
এদিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেছেন, বৃহস্পতিবার সকাল ৭টায় তড়িঘড়ি করে তাকে হাসপাতালে আনা হয়। এরপরই অবস্থা খারাপের দিকে গেলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে। আগে থেকে অনেকটাই সুস্থ রয়েছেন অনু। তবে আপাতত আরও কিছু দিন হাসপাতালেই থাকতে হবে তাকে, এমনটাই মনে করছেন তারা।
আরও পড়ুন: ‘পাঠান’-এর কিছু অজানা তথ্য
হিন্দি সিনেমার বড়পর্দার জনপ্রিয় অভিনেতা অনু ৷ ওয়েব সিরিজ থেকে বড় পর্দা সব মাধ্যমেই তার অভিনয়ে মুগ্ধ দর্শক। ‘ মিস্টার ইন্ডিয়া’ থেকে ‘জলি এলএল. বি ২’-সহ একাধিক জনপ্রিয় ছবি রয়েছে তার ঝুলিতে।
‘ভিকি ডোনার’ ছবির জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হন তিনি । বেশ কিছুদিন শারীরিকভাবে অসুস্থ থাকায় কাজের পরিমাণ কমিয়ে দিয়েছিলেন অনু। নতুন সিনেমা ‘ ড্রিম গার্ল ২ ‘ ছবিতে দর্শক অনুকে আবার দেখতে পাবেন। বলি ইন্ডাস্ট্রি তার সুস্থতার জন্য দিন গুনছে।
]]>




