খেলা

গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে বিএনপি নেতারা

<![CDATA[

বাগেরহাটে বন্দুকধারীর গুলিতে নিহত জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভূঁইয়ার স্বজনদের সহমর্মিতা জানিয়েছেন বিএনপি নেতারা।

শুক্রবার (১৮ নভেম্বর) জুমার নামাজ শেষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এবিএম ওবায়েদুল ইসলামের নেতৃত্বে বাগেরহাট শহরের পূর্ববাসাবাটি এলাকায় যান বিএনপির নেতাকর্মীরা। তানু ভূঁইয়ার কবর জিয়ারত শেষে তারা নিহতের স্বজনদের সাথে কথা বলেন।

অতিদ্রুত তানু ভূঁইয়া হত্যা মামলার সব আসামি গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে বিএনপি নেতারা বলেন, একটা অশুভ শক্তির হাতে রয়েছে দেশ। তারা নিজেদের ক্ষমতা ঠিক রাখতে হামলা, মামলা এমনকি হত্যার মতো জঘন্য কাজ করছে। তবে বেশিদিন এভাবে চলতে পারবে না। খুব দ্রুত গণআন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে। এই আন্দোলনের নেতৃত্বে থাকবে জাতীয়তাবাদী দল বিএনপি।

আরও পড়ুন: আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতা তানু হত্যা

এসময়, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজ্জাফ্ফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম,  সদস্য ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, ওহিদুর রহমান পল্টু, ডা. আব্দুর রহমান, সৈয়দ নাসির আহমেদ মালেক, শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মহিলাদল, মৎস্যজীবীদল, তাঁতীদল, ছাত্রদল ও আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।

গত ১১ নভেম্বর রাত সোয়া ৯টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় ফরিদ নামের এক ব্যক্তির গুলিতে নিহত হন নুরে আলম তানু ভূঁইয়া।

নিহত নুরে আলম তানু ভূঁইয়া বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুর রউফ ভূঁইয়ার ছেলে। তিনি বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!