খেলা
গুলিস্তানে গোলাপ শাহ মাজারের পাশে মিলল মরদেহ
<![CDATA[
রাজধানীর গুলিস্তান গোলাপ শাহ মাজারের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তমিজ উদ্দিন জানান, মাদকাসক্ত ও ভবঘরে প্রকৃতির ছিলেন ওই ব্যক্তি। ফুটপাতেই থাকতেন।
আরও পড়ুন: রাজধানীতে দিনমজুরের মরদেহ উদ্ধার
অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
]]>