গৃহবধূর জিডির জেরে বাবাকে কুপিয়ে জখম
<![CDATA[
নাটোরে যৌন হয়রানির প্রতিকার চেয়ে এক গৃহবধূ থানায় অভিযোগ দেয়ায় তার বাবাকে কুপিয়ে জখম করেছে অভিযুক্ত আল আমিন। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার। তবে অভিযুক্তকে গ্রেফতারে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, নাটোর সদর উপজেলার শ্রীধরপুর এলাকার বৃষ্টি খাতুনকে ১০ বছর ধরে উত্ত্যক্ত করে আসছিল একই এলাকার বখাটে যুবক আল আমিন। আল আমিনের অত্যাচার থেকে বাঁচাতে বৃষ্টিকে চার বছর আগে সদর উপজেলার তেলকুপি এলাকার সাদেকুলের সঙ্গে বিয়ে দেয় পরিবার। স্বামীর সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে এলেই বৃষ্টিকে বিরক্ত করে আল আমিন।
ভুক্তভোগী বৃষ্টি জানান, কিছু দিন আগে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন। সে সময় তাকে ও তার স্বামীকে হত্যার হুমকি দেয় আল আমিন। হুমকির পরিপ্রেক্ষিতে শনিবার (২২ অক্টোবর) তিনি নাটোর সদর থানায় লিখিত অভিযোগ করেন। থানায় অভিযোগের জেরে সোমবার (২৪ অক্টোবর) সকালে অভিযুক্ত আল আমিন বৃষ্টির বাবা সিরাজ ভূঁইয়াকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন: হোটেলে আটকে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন
অভিযুক্ত আল আমিনের বাবা আবু বক্কর জানান, তার ছেলে বেপরোয়া। তিনি ছেলেকে বুঝিয়েও বৃষ্টিকে উত্ত্যক্ত করা থেকে বিরত রাখতে পারেননি। এ ঘটনায় তিনি ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসীন জানান, বৃষ্টি খাতুন বাদী হয়ে আল আমিনকে অভিযুক্ত করে নাটোর সদর থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।
]]>