বাংলাদেশ

গোপন নথি পাওয়া 'অনুশোচনা' নেই ডাইডেনের

<![CDATA[

ব্যক্তিগত অফিস ও বাড়িতে গোপন নথি খুঁজে পাওয়ার খবর মধ্যবর্তী নির্বাচনের আগে জনসম্মুখে প্রকাশ না করা নিয়ে তার ‘কোনও অনুশোচনা’ নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার(২০ জানুয়ারি) ঝড়ে লণ্ডভণ্ড হওয়া ক্যালিফোর্নিয়ার সৈকতের শহর পরিদর্শনের সময় গোপন নথির প্রসঙ্গে বলেন, “আমার কোনও অনুশোচনা নেই। আমাকে আইনজীবীরা যা করতে বলেছেন আমি সেটিই করছি। ” এই প্রথমবার বাইডেন গোপনীয় নথি সম্পর্কে জনসমক্ষে কথা বলেছেন।

 

ওয়াশিংটন ডিসি-ভিত্তিক ‘পেন বাইডেন সেন্টার ফর ডিপ্লোমেসি অ্যান্ড গ্লোবাল এনগেজমেন্ট’ দপ্তর বন্ধ করার সময় গতবছর নভেম্বরে প্রায় ১০ টি মতো গোপনীয় ফাইলের খোঁজ পেয়েছেন আইনজীবীরা।

 

আরও পড়ুন: আবারও বাইডেনের বাসভবন থেকে গোপন নথি উদ্ধার

 

পরে ডিসেম্বরে আরও কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় গোপন নথি বাইডেনের ডেলওয়্যারের বাড়ি থেকেও পাওয়া যায়। পরে ১২ জানুয়ারিতে তার বাড়িতে আরেকটি নথি পাওয়ার কথা জানান বাইডেনের আইনজীবীরা। এদিকে মধ্যবর্তী নির্বাচনের আগে নথি পাওয়া গেলেও তা প্রকাশ না করায় রিপবলিকানদের চরম সমালচনার মধ্যে পড়েছেন জো বাইডেন।

 

বাইডেন জানিয়েছেন, তার আইনজীবীরা নথিগুলি খুঁজে পাওয়ার সাথে সাথে জাতীয় আর্কাইভস এবং বিচার বিভাগের কাছে হস্তান্তর করেছে।  সংস্থাগুলোর সঙ্গে তারা সহযোগিতা করছেন বলেও জানিয়েছেন তিনি।

 

বাইডেনের আইনজীবী রিচার্ড সাউবার বলেছেন, নথিগুলি “অজান্তেই ভুল” জায়গায় ছিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বিষয়টি তদন্তের জন্য একজন বিশেষ কাউন্সেল নিয়োগ করেছেন।

 

এর আগে এফবিআই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার–এ–লাগোর বাড়ি থেকে গোপন নথি জব্দ করে।  

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!