গোপালগঞ্জে রুবেল হত্যাকাণ্ড: গ্রেফতার ২
<![CDATA[
গোপালগঞ্জের মুকসুদপুরে চাঞ্চল্যকর রুবেল হত্যার রহস্য উন্মোচন ও হত্যার সঙ্গে সম্পৃক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে গাজীপুর থেকে হত্যাকাণ্ডের মূল হোতা হুসাইন ইমাম ও এএম ফেরদাউসকে গ্রেফতার করে।
গত ১৫ অক্টোবর মূলত গাড়ি ছিনতাইয়ের জন্যই ড্রাইভার রুবেলকে হত্যা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে স্বীকার করেছে তারা।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) র্যাব খুলনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমেদ।
আরও পড়ুন: কুকুর লেলিয়ে কলেজছাত্র হত্যা: তিনজনের ফাঁসি বহাল
হত্যাকাণ্ড সম্পর্কে তিনি জানান, গত ১৬ অক্টোবর কুয়াকাটা থেকে পাঁচ যুবক গোপালগঞ্জের মুকসুদপুরে যাওয়ার কথা বলে একটি বিলাসবহুল মাইক্রোবাস ভাড়া করে। গাড়িটি মুকসুদপুরে পৌঁছালে গাড়িতে থাকা ৫ জন কৌশলে ড্রাইভার রুবেলকে চেতনানাশক ইনেজকশন পুশ করে অজ্ঞান করে ফেলে। পরে তার হাত পা স্কচটেপ দিয়ে বেধে ফেলে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে নির্জন একটি জায়গায় লাশ ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরদিন লাশ শনাক্তের পর নিহতের ভাই মুকসুদপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে র্যাব বুধবার রাতে গাজীপুর থেকে এ হত্যার মূল অভিযুক্ত দুই আসামি হুসাইন ইমাম ও এসএম ফেরাদউসকে গ্রেফতার করে। দুই আসামিকে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ দুই আসামির বিরুদ্ধে গাজীপুর, খুলনাসহ বিভিন্ন থানায় প্রতারণার একাধিক মামলা রয়েছে। এর আগে দুজনই বিভিন্ন মামলায় কারাগারেও ছিলেন।
]]>




