খেলা

গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

<![CDATA[

কান ফেস্টিভ‌্যালের আঙ্গিকে গোয়ায় শুরু হলো ৫৩তম ইন্টারন‌্যাশনাল ফিল্ম ফেস্টিভ‌্যাল অব ইন্ডিয়া (ইফফি)। রোববার (২০ নভেম্বর) গোয়ার শ‌্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এশিয়ার অন‌্যতম মর্যাদাসম্পন্ন চলচ্চিত্র উৎসব এটি। করোনা অতিমারিতে বিগত বছরে জৌলুশ কিছুটা ফিকে হলেও এবার উৎসবের দ্যুতি চোখে পড়ে মতো।

প্রতিবছর নভেম্বরে এ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। এবারের চলচ্চিত্র উৎসবের থিম ‘একশ বছরের ভারতীয় সিনেমার বিবর্তন’। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকেও এই ফেস্টিভ্যালে গুরুত্ব দেয়া হয়েছে।

আরও পড়ুন: ঐন্দ্রিলাকে ছেড়ে কেমন আছেন প্রেমিক সব্যসাচী!

৭৯টি দেশের ২৮০টি ছবি প্রদর্শিত হবে এবারের গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। মণিপুরী সিনেমার পঞ্চাশ বছর উদ্‌যাপন উপলক্ষে ইন্ডিয়ান প‌্যানোরামায় ২৫টি ফিচার ফিল্ম এবং ২০টি নন-ফিচার ফিল্মও প্রদর্শিত হবে। গুরুত্ব দেয়া হচ্ছে ওটিটি প্লাটফর্মকেও।

এবারের ফেস্টিভ্যালে রেকর্ড হচ্ছে ৪০ শতাংশ নারী ফিল্মমেকারের উপস্থিতি। উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কার্তিক আরিয়ান, সারা আলি খান, বরুণ ধাওয়ান, ক‌্যাথরিন টেরিজা, ঋতাভরী চক্রবর্তীর মতো তারকাদের চোখ ধাঁধানো পারফরম্যান্স। গোয়ার আন্তর্জাতিক  চলচ্চিত্র উৎসবটি  চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

সূত্র: সংবাদ প্রতিদিন

 

 

 

 

 

 

 

 

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!