খেলা

গোল্ডেন গ্লোবের পর ক্রিটিকস চয়েস সেরা ‘আরআরআর’

<![CDATA[

‘আরআরআর’ নিয়ে আলোচনা যেন থামছেই না। সিনেমাটির সাফল্যের জোয়ারে এখনও ভাসছেন পরিচালক রাজামৌলি। এবার বিখ্যাত ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড ২০২৩’-এর পাঁচটি বিভাগের জন্য নমিনেশন পেয়েছিল সিনেমাটি। এবার প্রাপ্তির খাতায় যুক্ত হলো আরও এক অর্জন।

অস্কার পাওয়ার রাস্তা হলো আরও প্রশস্ত। লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের জন্য ক্রিটিকস চয়েস পুরস্কারও জিতেছে আরআরআর।

এর আগে জুনিয়র এনটিআর এবং রাম চরণ অভিনীত ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’ সেরা গানের বিভাগে ক্রিটিকস চয়েস পুরস্কার জিতেছিল। এবার সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। সেরা গানই নয়, সেরা সিনেমার পুরস্কারও জিতল আরআরআর।

মুক্তির প্রথম দিনেই ‘আরআরআর’ শুধু ভারতেই নয়, দুনিয়াজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে। ‘আরআরআর’ ছবিটি সিনেমাপ্রেমীদের হৃদয় জয় করার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে।  

আরও পড়ুন: বুর্জ খলিফার সামনে নাচলেন শাহরুখ

বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমার জন্য দুর্দান্ত সময় চলছে। মর্যাদাপূর্ণ গোল্ডেন গ্লোব পুরস্কার জেতার পর, পরিচালক এসএস রাজামৌলির ম্যাগনাম ওপাস পিরিয়ড অ্যাকশন ড্রামা ফিল্ম ‘আরআরআর’ ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডের ২৮তম সংস্করণে আরও দুটি পুরস্কার জিতে নিয়েছে।

আরও পড়ুন: ছয় দিন পর রাখিকে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন আদিল

জুনিয়র এনটিআর এবং রাম চরণ অভিনীত ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’ সেরা গানের বিভাগে ক্রিটিকস চয়েস পুরস্কার জিতেছে। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের জন্য ক্রিটিকস চয়েস পুরস্কারও জিতেছে আরআরআর।

আরও পড়ুন: মেয়েরা তিরস্কার করতেন সিদ্ধার্থ মালহোত্রাকে!

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে বলা হয়েছে, আরআরআর-এর কাস্ট এবং কলাকুশলীদের অভিনন্দন–সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের জন্য ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডের বিজয়ী’।

কিছুদিন আগেই আরআরআর মনোনীত হয়েছিল গোল্ডেন গ্লোভস ২০২৩-এর জন্য। সেখানে সেরা ছবি এবং সেরা গানের বিভাগে মনোনীত হয় নাটু নাটু গানটি। ২০২২ আটলান্টা ফিল্ম ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ডস-এর পক্ষ থেকে সেরা আন্তর্জাতিক সিনেমার খেতাবও পেয়েছে। এ ছাড়া সিনেমাটি ‘নিউইয়র্ক ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ডসে’ সেরা পরিচালকের পুরস্কারও জিতে নিয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!