বিনোদন

গোল্ডেন বুট এমবাপ্পের, বল মেসির

<![CDATA[

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ ২২তম আসরে সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট জিতে নিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে আসর সেরা নির্বাচিত হয়ে গোল্ডেন বল জিতেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের টানা দ্বিতীয় শিরোপার জয়ের স্বপ্নভঙ্গ হয় টাইব্রেকারে। যেখানে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে মেসিরা বিশ্ব আসরে নিজেদের তৃতীয় শিরোপা জিতে নেয় ৩(৪)-৩(২) ব্যবধানে।

ফাইনালের লড়াইয়ে মাঠে নামার আগ পর্যন্ত গোল্ডেন বুটের দৌড়ে এমবাপ্পের তুলনায় এগিয়ে ছিলেন মেসি। দুজনের সমান ৫ গোল থাকলেও গোল অ্যাসিস্টে এগিয়ে ছিলেন মেসি। ফাইনালের লড়াইয়ে নেমে ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে গোল্ডেন বুট অনেকটা নিশ্চিতও করে ফেলেন মেসি।

আরও পড়ুন: শ্বাসরুদ্ধকর ফাইনালে মেসিদের শিরোপা জয়

কিন্তু ৮০ ও ৮১ মিনিটে জোড়া গোল করে তার পিএসজি সতীর্থ এমবাপ্পে গোল্ডেন বুট ছিনিয়ে নেয়ার পাশাপাশি বাধা হয়ে দাঁড়ান শিরোপার পথে। দুদলের নির্ধারিত সময়ের খেলা যখন ২-২ গোল সমতায় শেষ হয়, তখন অতিরিক্ত সময়ের ১০৮ মিনিটে দলকে লিড এনে দিয়ে আবারও গোল্ডেন বুটের দাবি করে বসেন মেসি।

কিন্তু ১১৮ মিনিটে গোল করে আর্জেন্টাইন তারকা থেকে গোল্ডেন বুট ছিনিয়ে নেন এমবাপ্পে। আসরে সব মিলিয়ে এমবাপ্পের গোলসংখ্যা ৮। অন্যদিকে মেসি করেছেন ৭ গোল। গোল্ডেন বুটি জিততে না পারলেও, পারফরম্যান্স নৈপুণ্যে দলকে শিরোপা জিতিয়ে আসর সেরা নির্বাচিত হন লিওনেল মেসি। তাতে তিনি জিতে নেন গোল্ডেন বল। এর আগে ২০১৪ সালের বিশ্বকাপেও তিনি গোল্ডেন বল জিতে ছিলেন।

আরও পড়ুন: একমাত্র ফুটবলার হিসেবে যে নজির গড়লেন মেসি

এদিকে আসরে সেরা গোলরক্ষক নির্বাচিত হয়ে গোল্ডেন গ্লাভস জিতে নিয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। এবারের আসরের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!