বিনোদন

গোল অভিমুখে শট নেবেন, এমন মুহূর্তেই অন্ধকার স্টেডিয়াম

<![CDATA[

যেনতেন খেলা নয়, এফএ কাপে উলভারহ্যাস্পটন ওয়ান্ডারার্সের মুখোমুখি হয়েছে লিভারপুল। এমন ম্যাচেই কি না ঘটল বিদ্যুৎবিভ্রাট। আকস্মিক লোডশেডিংয়ের কারণে অন্ধকারে ছেয়ে যায় পুরো স্টেডিয়াম।

ম্যাচ শুরুর বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই লিভারপুলের অর্ধে চলে যায় উভারহ্যাম্পটনের খেলোয়াড়রা। বল ছিল স্প্যানিশ ফরোয়ার্ড অ্যাডামা ট্রাউরের পায়ে। ডান প্রান্ত থেকে তিনি গোল অভিমুখে শট নিতে যাবেন, এমন মুহূর্তেই মলিনাক্স স্টেডিয়ামের আলো নিভে যায়। তাতে বিস্মিত স্টেডিয়ামের সব দর্শক।

আরও পড়ুন: ম্যানচেস্টার ডার্বি হেরে ভিএআর ফ্যাক্টরকে দুষলেন গার্দিওলা

বিস্মিত হয়েছেন বোধহয় ট্রাউরে নিজেও। আলো জ্বলার পর দেখা যায় সীমানা দড়ির কাছে বসে আছেন তিনি। চেহারায় বিস্ময়ের সঙ্গে সঙ্গে মুচকি হাসি। অবশ্য দ্রুতই খেলা শুরু হয় দু’দলের। তবুও বিদ্যুৎবিভ্রাটের মতো এমন কাণ্ডে বিচিত্র প্রতিক্রিয়া ফুটবল ফ্যানদের।

বিদ্যুৎবিভ্রাটের এ ম্যাচে ১৩ মিনিটের সময় গোলের স্বাক্ষী হন দর্শকরা। থিয়াগো আলকানতারার পাস থেকে এ সময় গোল করেন লিভারপুলের হারভে এলিয়ট। উলভস বেশ কয়েকটি গোলের চেষ্টা চালালেও লিভারপুলের রক্ষণের কাছে গিয়ে পরাস্ত হয়েছে তারা।

আরও পড়ুন: অপ্রতিরোধ্য আর্সেনালকে থামাতে পারেনি হ্যারি কেইনরাও

এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে সফরকারী লিভারপুল।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!