গোল করেই অনন্য মাইলফলক ছুঁলেন রোনালদো
<![CDATA[
ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে নিজের প্রথম গোল করে অনন্য মাইলফলক ছুঁলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ফুটবলে প্রথম ফুটবলার হিসেবে ৭০০ গোল করে রেকর্ড গড়লেন পর্তুগিজ এই সুপার স্টার। ৬৯১ গোল করে তার পরের স্থানে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
গতি, শক্তি, চোট কিংবা ফিটনেস সবকিছুর হিসাব-নিকাশ ছাপিয়ে বয়স ত্রিশের ঘর ছাড়ালেই ফুটবলাররা বুটজোড়া তুলে রাখার কথা ভাবেন। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে বয়সটা যেন শুধুই একটি সংখ্যা। ৩৭ বছর বয়সেও এতটুকু দমে যাননি পর্তুগিজ সুপার স্টার। যদিও ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের শুরু থেকে চেনা ছন্দে নেই রোনালদো। যেখানে তার মাঠে নামার সুযোগ হয় বদলি হিসেবে।
অথচ ইতিহাস গড়তে একটি গোলের অপেক্ষায় ছিলেন সিআর সেভেন। রোনালদো বলে কথা, এবার আর সুযোগ হাতছাড়া করলেন না পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী। এভারটনের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না রোনালদো। তবে ৩০ মিনিটে মার্শিয়ালের বদলি হিসেবে মাঠে নেমেই বাজিমাত করলেন এই ফুটবলার।
আরও পড়ুন: সুযোগ পেলে বাংলাদেশে আসতে চান ক্রিস্টিয়ানো রোনালদো
ম্যাচের বয়স তখন ৪৪ মিনিট, ক্যাসেমিরোর বাড়ানো বলে চোখধাঁধানো গোলে অনন্য মাইফলক স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ফুটবলে প্রথম ফুটবলার হিসেবে ৭০০ গোল করে ইতিহাস গড়লেন পর্তুগিজ তারকা। এই রেকর্ড ছুঁতে তাকে খেলতে হয়েছে ৯৪৫টি ম্যাচে। প্রিয় তারকার এমন অর্জনে উল্লাসে মাতোয়ারা রেডডেভিল সমর্থকরা।
এদিকে রোনালদোর গোলের দিন জয় পেয়েছে তার দল ম্যানচেস্টার ইউনাইটেড। গুডিসন পার্কে প্রথমে এভারটনের কাছে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড। রোনালদো ছাড়াও গোল করেছেন অ্যান্তোনি ম্যাথিউস।
]]>