গোল করে শত বছরের রেকর্ড ভাঙলেন ব্রাজিলিয়ান তরুণ
<![CDATA[
এন্দরিক ফিলিপে, নামটি হয়তো কারোরই পরিচিত নয়। তবে তিনি যে কীর্তি করেছেন, তাতে এখন থেকে তাকে চিনতে পারে ব্রাজিল থেকে প্রায় ১০ হাজার মাইল দূরের বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও। পালমেইরাসের সর্ব কনিষ্ঠ ফুটবলার হিসেবে পেশাদার ক্যারিয়ারে গোল করেছেন তিনি। তাতে ভেঙেছে ব্রাজিলিয়ান ক্লাবটির ১০৬ বছর আগের রেকর্ড।
ইতিহাস বলছে, ১৯১৬ সালে পালমেইরাসের হয়ে সর্ব কনিষ্ঠ হিসেবে গোল করেছিলেন হেইটর। সে সময় তার বয়স ছিল ১৬ বছর ১১ মাস ১৪ দিন। এন্দরিক যখন গোলটি করেছেন, তখন তার বয়স ১৬ বছর ৩ মাস ৪ দিন। ২০০৬ সালের ২১ জুলাই ব্রাসিলিয়াতে জন্মগ্রহণ করেন তিনি।
আরও পড়ুন: স্পেন থেকে পায়ে হেঁটে বিশ্বকাপ দেখতে এসে ইরানে নিখোঁজ
জুনিয়র লেভেলে এন্দরিক ১৬৯ ম্যাচে ১৬৫ গোল করেছেন। তাকে ভাবা হচ্ছে পরবর্তী আরলিং হল্যান্ড। গোল করার পর তিনি উদ্যাপনও করছেন হল্যান্ড স্টাইলে। যে কারণে অনেকে বলছেন, হল্যান্ডের প্রতিই ট্রিবিউট জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান না রোনালদো
সেনসেশনে পরিণত হওয়া এন্দরিকের প্রতি নজর ইউরোপের বড় বড় ক্লাবগুলোর। রিয়াল মাদ্রিদ, পিএসজির মতো ক্লাবগুলোও পেতে চায় তাকে। অবশ্য এন্দরিককে দলে ভেড়াতে গেলে বড় অঙ্কের অর্থই খসাতে হবে যে কাউকে। তার ক্লাব পালমেইরাস যে ৬০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ বেঁধে দিয়েছে তার নামের সঙ্গে। অবশ্য এখনই দেশের বাইরে যেতে পারছেন না তিনি। বয়স ১৮ পূর্ণ হলেই অনুমতি মিলবে অন্য দেশের ক্লাবে খেলার।
]]>




