গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বিজিএপিএমইএ
<![CDATA[
শিল্প, বাণিজ্যসহ অন্যান্য খাতে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। একই সঙ্গে শিল্পখাতের গ্যাসের আগের দাম বহাল রাখার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
এতে বলা হয়েছে, সরকার বৈশ্বিক বিশেষ জ্বালানি পরিস্থিতির কারণে বৃহৎ শিল্পে প্রতি ইউনিট গ্যাসের দাম ১১ টাকা ৯৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা করেছে, যা প্রায় ৩ গুণ। একই সঙ্গে বৃহৎ শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ্যুৎকেন্দ্রের (ক্যাপটিভ) জন্য ইউনিটপ্রতি গ্যাসের দাম ১৬ টাকা ৩০ পয়সা করা হয়েছে। সে হিসাবে প্রতি ঘনমিটারে বেড়েছে ১৮ টাকা ২২ পয়সা। মাঝারি শিল্পের বর্তমান প্রতি ইউনিট গ্যাসের দাম ১১ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। অর্থাৎ, প্রতি ঘনমিটারে বেড়েছে ১৯ টাকা ২২ পয়সা। ক্ষুদ্র ও কুটিরশিল্পে ব্যবহৃত প্রতি ইউনিট গ্যাসের দাম ১০ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০ টাকা। সুতরাং প্রতি ইউনিটের দাম বেড়েছে ১৯ টাকা ২২ পয়সা।
বাণিজ্যিক খাতে গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর কারণে সংগঠনটি তীব্র প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে শিল্পখাতের গ্যাসের আগের দাম বহাল রাখার জন্য সরকারকে অনুরোধও জানিয়েছে তারা।
আরও পড়ুন: শিল্পখাতে বাড়লো গ্যাসের দাম
বিজিএপিএমইএ মনে করে, বর্তমান বৈশ্বিক ব্যবসায়িক মন্দা, ক্রয়াদেশ না পাওয়া, প্রাপ্য ক্রয়াদেশের দাম না পাওয়া বা বিলম্বে পাওয়াসহ নানাবিধ সমস্যার মধ্যে শিল্পপ্রতিষ্ঠানগুলো কোনো রকমে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমন সময়ে শিল্পখাতে গ্যাসের এ অস্বাভাবিক দাম বাড়ানোর পরিস্থিতি এত জটিল হবে যে, গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং খাতের বর্তমান ২ হাজার সদস্য প্রতিষ্ঠানের অধিকাংশই সক্ষমতা হারাবে। এর ফলে তারা ব্যাংক ঋণ পরিশোধে অক্ষম হয়ে দেউলিয়ায় পরিণত হবে।
দেশের সব সরাসরি রফতানি খাত যেহেতু তাদের এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের জন্য শতভাগ গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পপ্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল, সে কারণে সব শিল্পপ্রতিষ্ঠানের স্বার্থে গ্যাসের আগের দাম বহাল রাখার জন্য সরকারকে অনুরোধ করছে বিজিএপিএমইএ।
উল্লেখ্য, বিজিএপিএমইএ প্রায় ২ হাজার ক্ষুদ্র ও মাঝারি প্রকৃতির শতভাগ রফতানিমুখী পশ্চাৎসংযোগ শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক সংগঠন।
]]>