বাংলাদেশ

গ্যাস বাঁচাতে জনগণকে হিটার ব্যবহার কমানোর আহ্বান জার্মানির

<![CDATA[

গ্যাস বাঁচাতে হিটার ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে জার্মানির গ্যাস নেটওয়ার্ক নিয়ন্ত্রক বিনেটজএ। শীত মৌসুমে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে যতটা সম্ভব কম হিটার ব্যবহার করার জন্য জার্মান জনসাধারণ ও প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করছে সংস্থাটি।

ব্লুমবার্গের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) পাবলিক ব্রডকাস্টার এআরডি’কে দেয়া এক সাক্ষাতকারে বিনেটজএ এর প্রধান ক্লাউস মুলার বলেন, রাশিয়া থেকে গ্যাসের সরবরাহ কমে আসার প্রক্ষিতে গ্যাস সংরক্ষণের প্রচেষ্টা চলছে। তাই গৃহস্থালি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে হিটার ব্যবহার কমানো উচিত।

হিটার ব্যবহারে নাগরিকদের মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সারাক্ষণ হিটার ব্যবহার না করে নাগরিকদের সাবধানে ভাবা উচিত কোন কোন কক্ষে হিটার না ব্যবহার করলেই নয়।

আরও পড়ুন: গ্যাসের উৎপাদন কমাচ্ছে রাশিয়া

এআরডিকে দেয়া সাক্ষাতকারে তিনি জানান, আগামী কয়েকদিনে মধ্যে কী হয়, তা আমরা পর্যবেক্ষণ করব। আমাদের বিষয়টিকে হালকাভাবে নেয়া উচিত হবে না।  

তবে তিনি এখন পর্যন্ত গ্যাস ঘাটতির বিষয়টি নিয়ে চিন্তিত নন বলেও জানিয়েছেন।

জার্মানি এই মুহূর্তের নরওয়ে, বেলজিয়াম এবং নেদার‌ল্যান্ডস থেকে গ্যাস পাওয়ার পাশাপাশি স্বল্প পরিমাণে ফ্রান্স থেকেও গ্যাস পাচ্ছে বলে জানান মুলার। তিনি বলেন, এলএনজি আমদানি টার্নিলাম নির্মাণ কাজ শেষ হলে, সেটি থেকে জার্মানি আরও বেশি গ্যাস পাবে।

মুলার বলেন, আমরা যে কোনো মূল্যে শিল্প খাতকে গ্যাস রেশনিং থেকে রক্ষা করতে চাই। আমরা কত দ্রুত এলএনজি টার্মিনাল তৈরি করতে পারব, তা এখন আমাদের ওপর নির্ভর করে। এটি আমাদের সহায়তা করবে। তবে বর্তমানে আমরা কতটা সাশ্রয় করতে পারব, সেটি আমাদের তার থেকেও বেশি সহায়তা করবে।

আরও পড়ুন: রাশিয়া থেকে মার্কিন আমদানি বেড়ে দ্বিগুণ

আগে ইউরোপের মোট জ্বালানি চাহিদার প্রায় ৪০ শতাংশই রাশিয়া সরবরাহ করত। তবে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে দেশটির ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। যার প্রতিশোধস্বরূপ এ বছর ইউরোপে পাইপলাইন গ্যাসের প্রবাহ কমিয়ে দেয় রাশিয়া। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এক টুইট বার্তায় মুলার জানান, গত সপ্তাহে শিল্প খাতে গ্যাসের ব্যবহার ১২ শতাংশ কমেছে। পাশাপাশি গৃহস্থালী ও বাণিজ্যিক ব্যবহার ১৩ শতাংশ কমেছে।

এর আগে তিনি বলেছিলেন, রাশিয়া থেকে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় যে ঘাটতি দেখা দিয়েছে, তা পূরণে জার্মানির গ্যাসের ব্যবহার কমপক্ষে ২০ শতাংশ কমাতে হবে।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!