গ্যাস লাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ মন্ত্রিসভার
<![CDATA[
পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহের ক্ষেত্রে যে সব কাজগুলো চলমান রয়েছে গ্যাসের সংকট দূর করতে চলমান সেই পাইপলাইনের কাজগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে মন্ত্রিসভায়।
সোমবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে আসেন মন্ত্রিপরিষদ সচিব।
তিনি জানান, অনেক জায়গায় গ্যাসের পাইপলাইনের কাজ চলছে। এসব কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।
বৈঠকে সাইবার নিরাপত্তার বিষয়ে আরও জোর দিতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
আরও পড়ুন: মন্ত্রিপরিষদ সচিবের কৃতজ্ঞতা প্রকাশ
দায়িত্ব পালনকালে মানুষের কথা চিন্তা করে দেশের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন বলে দাবি করেন বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‘মানুষের কথা চিন্তা করে, দেশের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। কাজ করতে গিয়ে ভুলত্রুটি হয়েছে, দেশবাসীর কাছে অনুরোধ জানাই ক্ষমা করে দেয়ার।’
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আনোয়ারুল ইসলাম বলেন, ‘কৃতজ্ঞতা জানাই, আজ অফিসিয়ালি আপনাদের (সাংবাদিক) সঙ্গে শেষ (ব্রিফিং)। মন্ত্রিসভা ধন্যবাদ দিয়েছে।’
আগামী বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন তিনি।
]]>




