গ্যাস স্থানান্তরের সময় আগুনে নারী-শিশুসহ দগ্ধ ৫
<![CDATA[
গাড়িতে ব্যবহৃত বড় এলপিজি গ্যাস সিলিন্ডার হতে রান্নার কাজে ব্যবহৃত ছোট সিলিন্ডারে গ্যাস স্থানান্তরের সময় আগুনে নারী-শিশুসহ ৫জন দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুর ২টায় বীরগঞ্জ পৌর শহরের সেন্টারপাড়া এলাকার মরহুম গাদোল ড্রাইভারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- বীরগঞ্জ পৌর শহরের সেন্টারপাড়া এলাকার মো. জাহিদুল, স্কুল ছাত্র মো. জয়, মোছা. শাহানা, লামিয়া খাতুন এবং মো. মাইন উদ্দিনের ছেলে মো. সাইদুর। অবস্থার অবনতি হলে জয় এবং সাইদুরকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক বলছেন, শিশু সাইদুর আশঙ্কাজনক হলেও জাহিদুল ও জয় আশংকামুক্ত।
বীরগঞ্জ ফায়ার ষ্টেশনের ওয়ার হাউজ ইন্সেপেক্টর মো. মেরাজ আলী জানান, নিজ বাড়িতে বসে গাড়িতে ব্যবহৃত বড় এলপিজি গ্যাস সিলিন্ডার হতে রান্নার কাজে ব্যবহৃত ছোট সিলিন্ডারে গ্যাস স্থানান্তর করছিলেন বীরগঞ্জ পৌর শহরের সেন্টারপাড়া এলাকার মো. জাহিদুল। এ সময় সিলিন্ডারে আগুন লেগে গেলে তিনিসহ পরিবারের এবং প্রতিবেশি নারী ও শিশুসহ ৫ জন অগ্নিদগ্ধ হন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে কভার্ডভ্যান চাপায় রিকশার দুই যাত্রী নিহত
সংবাদ পেয়ে ফায়ার ষ্টেশনের একদল কর্মী আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম জানিয়েছেন, চিকিৎসাধীন জাহিদুল ও জয় আশঙ্কামুক্ত। তবে শিশু সাইদুর শঙ্কামুক্ত নয়।
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা বলেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার।
]]>