গ্রামজুড়ে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকার লড়াই
<![CDATA[
দূরের ভালোবাসা। কোনো দূরত্বই যেন দূরত্ব নয়, ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীর দলের প্রতি ভালোবাসা আর বাঁধভাঙা উচ্ছ্বাস নিয়ে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার ঢেউ লেগেছে কুষ্টিয়া জেলায়।
এ বছর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গোপকগ্রামের কয়েকশ আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থক তৈরি করেছেন নিজ নিজ পছন্দের দলের বিশাল পতাকা। আসন্ন কাতার ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ফুটবল দলের প্রতি শুভকামনা জানিয়ে, গ্রামজুড়ে পিচঢালা সড়কের দুপাশে ব্রাজিল-আর্জেন্টিনার লম্বা পতাকা টাঙায় সমর্থক গোষ্ঠী।
আরও পড়ুন: রাঙামাটিতে এবার ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র্যালি
দুদলের সমর্থকরা পতাকা টাঙানোর ছবি ফেসবুকে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়। আশপাশের গ্রামের লোকজনও দলে দলে আসছেন দুদলের পতাকা দেখতে।
ফুটবল বিশ্বকাপ নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের উন্মাদনা এলাকার মানুষের এখন আলোচনার প্রধান বিষয়ে পরিণত হয়েছে। খেলার মধ্যে যারা শুধুই আনন্দ খোঁজেন, তারা এ ঘটনায় বেশ আনন্দ পাচ্ছেন।
আর্জেন্টিনার সমর্থক গোপকগ্রামের বাসিন্দা অনিক বলেন, ‘আমরা আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে গ্রামে শোভাযাত্রা করি। পরে সেই পতাকা গ্রামের রাস্তার ধারে গাছের সঙ্গে টাঙিয়ে দিই। আমাদের দেখেই ব্রাজিলের সমর্থকরাও পতাকা টাঙিয়েছে। আর্জেন্টিনা দলে বর্তমানে খেলছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। এটাই মেসির শেষ বিশ্বকাপ। এবার মেসির নেতৃত্বে কাতার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা–এটা আমাদের আশা।’
এদিকে ব্রাজিল সমর্থক একই গ্রামের বাসিন্দা নয়ন মন্ডল বলেন, ‘বিশ্বকাপ ফুটবল মানেই আমাদের নানান আয়োজন। সবার থেকে বড় পতাকা বানানো। খেলার বিষয়ে সারা দিন আলোচনা। রাত জেগে খেলা দেখা। আর প্রিয় দলের বিজয়-আনন্দে মেতে ওঠা। দলের প্রতি ভালোবাসা থেকেই এত বড় পতাকা তৈরি করা হয়েছে। এ বছর ব্রাজিলের বিজয় হবে–এটাই আমাদের আশা।’
আরও পড়ুন: ব্রাজিল ব্রাজিল স্লোগানে মুখরিত কক্সবাজার
এ বিষয়ে কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন হোসেন বলেন, প্রতি আসরেই ভক্তরা তাদের প্রিয় দলের পতাকা তৈরি করে। তবে এর জের ধরে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। কেউ যেন বিশৃঙ্খলায় না জড়াতে পারে, সে জন্য পুলিশের সজাগ দৃষ্টি থাকবে সবসময়।
]]>




