গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোনালদোকে নিয়ে শঙ্কা
<![CDATA[
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার (২ ডিসেম্বর) রাত ৯টায়। এ ম্যাচে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। হাঁটুর ব্যথার কারণে তিনি নাকি দলের অনুশীলনে ছিলেন না। যদিও চোট খুব গুরুতয় নয়।
হাঁটুর ব্যথা ছাড়াও রোনালদোর ফিটনেস নিয়েও নাকি শঙ্কা আছে। দলের কোচ ফার্নান্দো সান্তোসের মতে, পর্তুগিজ তারকা ফিফটি-ফিফটি ফিট। সান্তোসের বক্তব্য, ‘দেখি কী হয়! রোনালদো দ্রুতই অনুশীলন করবে। ওর অবস্থা ফিফটি-ফিফটি।’
আরও পড়ুন: ‘ওরা ১১ জন, আমরাও ১১, কিন্তু ১১ জন মেসি নেই’
সান্তোস চোটের কথা বললেও সামনে আসছে অন্য বিষয়। পর্তুগাল এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলোর টিকিট পেয়েছে। অনেকে বলছেন, দলের সবচেয়ে বড় তারকা যাতে ইনজুরিতে না পড়েন, সে জন্যই ফিটনেস ইস্যুর কথা বলেছেন সান্তোস। সত্যিই কি তাই?
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া, পরিসংখ্যানে কে এগিয়ে
নিজেদের আগের দুই ম্যাচের দুটিতেই জিতেছে পর্তুগাল। ঘানার বিপক্ষে প্রথম ম্যাচে ২-১ ও উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে জিতেছে পর্তুগাল। ২ জয়ে তাদের নামের পাশেথ পয়েন্ট ৬। ওই দুই ম্যাচে শুরুর একাদশে খেলেছেন রোনালদো। একটি গোলও করেছেন সময়ের সেরা ফুটবলার।
]]>