গ্রেনেড হামলার পলাতক দুই আসামিকে ফেরাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান
<![CDATA[
দক্ষিণ আফ্রিকায় পলাতক ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরাতে আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
রাজধানীতে দুই দিনব্যাপি (২২-২৪ নভেম্বর) আয়োজিত ভারত মহাসাগরীয় জোট ইন্ডিয়ান ওশান রিম এসোসিয়েশনের সম্মেলনে অংশ নেবেন ১৬টি দেশের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ৭টি দেশের উর্ধ্বতন কর্মকর্তা। মূল সম্মেলনের পাশাপাশি সাইডলাইনে এদিন দক্ষিণ আফ্রিকার উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টাব্যাপী চলে বৈঠক। যেখানে মূল ফোকাস ছিলো দক্ষিণ আফ্রিকায় পলাতক ২১ আগস্ট গ্রেনেড হামলার অন্যতম দুই আসামি ফেরত আনা। দুই আসামি মাওলানা তাজুল ইসলাম ও তার ভাই রাতুল বাবুকে ফিরিয়ে আনতে দেশটির উপমন্ত্রীর কাছে আহবান জানিয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন: ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা হয় হাওয়া ভবনে: জয়
শাহরিয়ার আলম বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার দু’জন আসামি সেখানে (দক্ষিণ আফ্রিকা) আছেন বলে আমরা জানি। একজনের অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত। তাকে ফেরাতে আলোচনা হয়েছে এবং তাদের ফিরিয়ে দেয়ার ক্ষেত্রে সহযোগীতা পাব বলে আশ্বাস দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
এসময় দক্ষিণ আফ্রিকার সঙ্গে ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোসহ আলোচনা হয় দ্বিপক্ষীয় নানা ইস্যুতে। দক্ষিণ আফ্রিকার উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি করতে চায় দুদেশ। যেখানে প্রাধান্য পাবে কয়লা আমদানি ও হাইড্রো পাওয়ার।
মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নেলসন ম্যান্ডেলার সংগ্রামের মাঝে দুই দেশের ইতিহাসের মিল রয়েছে বলে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও দক্ষিণ আফ্রিকার উপ পররাষ্ট্র মন্ত্রী।
]]>




