ঘুষের টাকাসহ আটক সেই কর্মকর্তাকে ৬ দিন পর বদলি
<![CDATA[
ঘুষের টাকাসহ হাতেনাতে আটকের ৬ দিন পর রংপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী শহিদুল ইসলামকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে বদলি করা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) রাতে প্রাথমিক শিক্ষা অফিসের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ১৭ অক্টোবর রংপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষকদের কাছ থেকে ঘুষ নেয়ার সময় টাকাসহ অফিস সহকারী শহিদুল ইসলামকে হাতেনাতে আটক করে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: ঘুষসহ হাতেনাতে ধরা কলকারখানা অধিদফতরের উপমহাপরিদর্শক
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, অফিস সহকারী শহিদুল ইসলামকে আপাতত বদলি করা হয়েছে। এটি প্রাথমিক শাস্তি। প্রাথমিক শিক্ষা অধিদফতরে বিষয়টি লিখিত জানিয়েছি। অধিদফতর থেকে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হলে তার অপরাধের সর্বোচ্চ শাস্তি হবে।
দুদক কর্মকর্তা হোসাইন শরীফ জানান, বিভিন্ন কাজের জন্য দীর্ঘদিন ধরে শিক্ষকদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করছিলেন শহিদুল ইসলাম সরকার। কয়েকজন শিক্ষকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ১৭ অক্টোবর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান পরিচালিত হয়। এ সময় শহিদুলের কাছ থেকে ঘুষ গ্রহণের নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়। শহিদুলের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য দুদকের প্রধান কার্যালয়ে কাগজপত্র পাঠানো হয়েছে। পরবর্তীতে কমিশন শহিদুলের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।
আরও পড়ুন: ছয়শ’ টাকার লাইসেন্স নিতে ১৩ লাখ টাকা ঘুষ দাবি!
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সূত্র জানায়, শহিদুল ইসলাম সরকার ঘুষ ছাড়া শিক্ষা অফিসের কোনো কাজই করতেন না। এমন কোনো কাজ নেই যেখানে তিনি ঘুষের বিনিময় করেন না। তিনি বিভিন্ন শিক্ষকদের গুরুত্বপূর্ণ ফাইল অন্যায়ভাবে গোপনে আটকে রাখতেন। এসব ফাইলের অগ্রগতি করতে তাকে টাকা দেয়া লাগতো। তা নাহলে ফাইল গায়েব করে দিতেন তিনি।
]]>




